কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

SARPV এর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, অসংগতি, স্বজনপ্রীতি

অবৈধ উপায়ে SARPV কর্তা বাবুরা যাদেরকে নিয়োগ দিয়েছেঃ

১) SARPV এর RD জনাব মুহিত এর শালা শরীফকে মেজারার পদে ও শালা শরীফের স্ত্রীকে রেজিস্ট্রার পদে এবং শালার বন্ধু শহীদুল্লাহকে ডিসট্রিবিউটর পদে অনিয়মভাবে নিয়োগ দিয়েছে (সর্বসাং: গাজীপুরের)।

২) একাউন্টস অফিসার মোঃ আলী এর নিকট আত্মীয় ফকর উদ্দিন।

৩) সেক্টর লীড জনাব মহসিন এর বিয়াইন তানভীর ও সীমাকে রেজিস্ট্রার পদে (সর্বসাং- জামালপুর)।

৪) সেক্টর লীড জনাব মহসিন এর ফুফাতো ভাই খন্দকার রঞ্জুকে স্টোর কিপার এবং আরেক ফুফাতো ভাই মাসুদকে ফুড ডিসট্রিবিউটর পদে (সর্বসাং: টাঙ্গাইল)।

৫) SARPV এর সাপ্লাইয়ারের মাধ্যমে দুইজন।

৬) RD জনাব মুহিত এর বোনের জামাই বাদলকে মেজারার পদে (বয়স-৫৫, সাং-গাজীপুর)। শুধুমাত্র অবৈধ নিয়োগ প্রক্রিয়ার কারণে চলমান নিয়োগে সর্বমোট ১৫জনকে স্বজনপ্রীতির মাধ্যমে নিজেদের আত্মীয়স্বজন নিয়োগ দিয়েছে।

বিস্তারিতঃ
সম্প্রতি SARPV এনজিও নিউট্রিশন নামক প্রকল্পে উখিয়া উপজেলার আওতাধীন ক‍্যাম্পে বিভিন্ন Staff পদে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনিয়মভাবে স্থানীয়দের বঞ্চিত করে এনজিও সওদাগর বাবুরা নিজেদের আখের গোছাতে ইন্টারনালি ৩৬জনের একটি বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা অধিকার বাস্তবায়ন কমিটি, ৫নং পালংখালী এই অবৈধ নিয়োগ কার্যক্রম বন্ধ করে সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় স্থানীয়দের অগ্রাধিকার নিশ্চিত করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে গত ২৭/০৩/২০২২ইং তারিখ বিহীত ব‍্যবস্থা গ্রহণে ইউএনও বরাবরে এবং গত ৩০/০৩/২০২২ইং তারিখ সংশ্লিষ্ট সিআইসি বরাবরে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। অত‍্যন্ত দুঃখজনক হলেও সত‍্য যে, এই অবৈধ নিয়োগের বিরুদ্ধে দৃশ‍্যমান কোন পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। সরকারি নির্দেশনাকে বুড়ো আঙুল দেখিয়ে স্থানীয়দের বঞ্চিত করে নিজেদের আখের গোছাতে স্বজনপ্রীতির মাধ্যমে এই ধরনের অবৈধ নিয়োগ কার্যক্রম খুবই দুঃখজনক। তাই আগামী ২৫/০৪/২০২২ইং তারিখের মধ্যে এই অবৈধ নিয়োগ কার্যক্রমের বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসন বিহীত ব‍্যবস্থা না নিলে সরকারি নির্দেশনা অনুযায়ী স্থানীয়দের অধিকার নিশ্চিত করতে শতভাগ শান্তিপূর্ণভাবে আমরা অধিকার বাস্তবায়ন কমিটি, পালংখালী কঠোর আন্দোলন শুরু করব এবং দাবি বাস্তবায়ন না করা পযর্ন্ত ক‍্যাম্পে SARPV এর নিউট্রিশন প্রকল্পের কোন প্রকার কার্যক্রম করতে দিবনা।

বি: দ্র: পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটি আহ্বায়ক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম ফেইসবুক টাইম লাইন থেকে সংগৃহীত৷

পাঠকের মতামত: