কক্সবাজার, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

আজ পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস

পানিতে ডুবে শিশু মুত্যৃর দিক থেকে বাংলাদেশে শীর্ষে রয়েছে চট্টগ্রাম জেলা। ২০২২ সালে এ জেলায় ৭৩ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। এছাড়াও বিভাগের দিক থেকেও সর্বোচ্চ অবস্থানে রয়েছে চট্টগ্রাম। একই সময়ে এ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলায় সর্বোচ্চ ২৮২ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গ্লোবাল হেলথ এডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) তথ্যটি প্রকাশ করেন।

 

সংস্থাটির প্রকাশিত তথ্যে আরো জানা যায়, দেশে প্রতিদিন গড়ে ৫০ জন মানুষ পানিতে ডুবে মারা যায়। এর মধ্যে ৪০ জনই শিশু। যাদের বয়স ৫ থেকে ১৮ বছরের নিচে। এছাড়াও মৃত্যুর দিক থেকে এগিয়ে আছে পুরুষ শিশুরা। পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রায় ৬৮ শতাংশ ঘটে সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে। যে সময়ে পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে মায়েরা গৃহস্থালি কাজে ব্যস্ত থাকেন। মৃত্যুর ঘটনা ঘটে ঘর থেকে মাত্র ২০ গজ দূরত্বের মধ্যে।

 

দেশের এমন পরিস্থিতির মধ্য দিয়ে আজ মঙ্গলবার বিশ্বের অন্যান্য দেশের মত সারাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ’ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পানিতে ডুবা প্রতিরোধে অন্তত একটি উদ্যোগ নেই’।

পাঠকের মতামত: