কক্সবাজার, রোববার, ১ ডিসেম্বর ২০২৪

ঈদ সেলামির কথা বলে ধর্ষণ, পুকুরে মিললো শিশুর মরদেহ

রাজশাহীতে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে।

 

সোমবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে আনিকা নামের শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু আনিকা নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে।

 

এর আগে রবিবার (২ জুলাই) অপহরণের শিকার হয় শিশু আনিকা। এ ঘটনায় পলাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনিকার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

 

রাজশাহী মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যায় সে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

পাঠকের মতামত: