কক্সবাজার, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

উখিয়ায় এতিম-মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

কক্সবাজারের উখিয়ায় কলেজ পড়ুয়া ৭জন এতিম, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বিশেষ সভা করেছে বাবৌযুপ-উখিয়া।

শুক্রবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উখিয়া কেন্দ্রিয় আনন্দ ভবন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মানবিক এই কর্মসূচী বাস্তবায়ন করে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়া।

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার আহবায়ক সাংবাদিক পলাশ বড়ুয়ার সভাপতিত্বে সদস্য সচিব শিক্ষক মৃদুল বড়ুয়ার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনটির উপদেষ্টা ও প্রধানশিক্ষক অমৃত কুমার বড়ুয়া। তিনি বলেছেন, দেশের প্রাচীন এই সংগঠন বাবৌযুপ আজ ধর্ম বর্ণ নির্বিশেষে বই বিতরণ করে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছাত্র-ছাত্রীদের বই পড়ার অভ্যাস ও লক্ষ্যে পৌছার নিমিত্তে কঠোর পরিশ্রম করার গুরুত্ব তুলে ধরেন।

বক্তব্য রাখেন, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন-উখিয়ার আহবায়ক অধ্যাপক রনজিত বড়ুয়া, প্রভাষক শুভংকর বড়ুয়া, আন্তজার্তিক সংস্থা ইউএনএইচসিআর কর্মকর্তা দেবু বড়ুয়া, বাবৌযুপ-উখিয়া’র যুগ্ম আহবায়ক রোজন বড়ুয়া, বাবৌযুপ-কক্সবাজারের রানা বড়ুয়া প্রমুখ।

এ সময় উপস্থিত থেকে বাবৌযুপ-উখিয়ার মানবিক এই কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান সম্প্রীতি পরিষদ এর সাধারণ সম্পাদক দিনেশ বড়ুয়া।

শেষে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-উখিয়ার উপদেষ্টা হিসেবে সম্মতি প্রদান করে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পাতাবাড়ি গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবর্ণ বড়ুয়া।

বই গ্রহণকারী শিক্ষার্থীরা হলো- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সিদরাতুল মুনতাহা (পালংখালী), হিমু বড়ুয়া (রেজুরকুল), প্রিয়ন্তী বড়ুয়া (রেজুরকুল), উখিয়া কলেজের শিক্ষার্থী পুজা বড়ুয়া মন্টি (মধ্যরত্না), নিরুপন বড়ুয়া (রেজুরকুল), মো: তারেক আজাদ (সিকদারবিল), নাইক্ষ্যংছড়ি কলেজের নয়ন বড়ুয়া( কুতুপালং)।

পাঠকের মতামত: