কক্সবাজার, শনিবার, ২৭ জুলাই ২০২৪

উখিয়ায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ২ মেশিন জব্দ করলো বনবিভাগ

নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের আওতাধীন দোছড়ি বিটের দক্ষিণ হরিণমারা সংরক্ষিত বনভূমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের সময় দুটি মেশিন জব্দ করেছে বনবিভাগ।

বুধবার(২ আগস্ট) দুপুরে দক্ষিণ হরিণমারা লম্বা নুরুল আলমের ঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

জানা যায়, ইমরান হোসেন তাকিয়া দীর্ঘদিন যাবত সংরক্ষিত বনভূমি হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছে। যার পেছনে খাল ইজারাদার জড়িত বলে জানা যায়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,” বুধবার দুপুরে ডিএফও স্যারের নির্দেশে দোছড়ি বিটের দক্ষিণ হরিণমারা লম্বা নুরুল আলমের ঘোনা এলাকায় অভিযান চালানো করে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

অভিযানে দোছড়ি বিট কর্মকর্তা রাকিব হোসেন, উখিয়া সদর বিট কর্মকর্তা সাজ্জাদ সহ অনেকে উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: