কক্সবাজার, রোববার, ১ ডিসেম্বর ২০২৪

উখিয়ার মধুরছড়া গহীন পাহাড় থেকে লাশ উদ্ধার

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া মধুরছড়ার কালমারছড়া এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। শনিবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-৪ এক্সটেনশনের কাটাতারের বাইরে কালমারছড়া গহীন পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়, তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যায় ছিদ্দিক নামক এক ব্যক্তি মাঠ থেকে গরু আনতে গিয়ে মাটি চাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে উখিয়া থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঠকের মতামত: