কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার আসবো মহেশখালীর পান খেতে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি কক্সবাজার আসবো মহেশখালীর পান খেতে।’

আজ মঙ্গলবার (১১ জুন) সকালে কক্সবাজারের ঈদগাঁও পূর্ব দরগাহ পাড়া আশ্রয়ণ প্রকল্পে ভিডিও কনফারেন্সে যুক্ত হলে ঈদগাঁওর আশ্রয়ণ প্রকল্পে ঘর ও জমি পাওয়া হোসনে আরা নামের নারী প্রধানমন্ত্রীকে কক্সবাজার বেড়াতে আসার আমন্ত্রণ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, কক্সবাজার তিনি আসবেন, শেখ কামাল আন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় মহেশখালীর পান খেতে চেয়েছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তিনি বলেন, বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী মহেশখালীর মিষ্টি পানের প্রশংসা করে বক্তব্য দিয়েছেন, এতেই প্রমাণ করে প্রধানমন্ত্রী মহেশখালীর প্রতি কতোটা আন্তরিক। মহেশখালীর মানুষ ধন্য প্রধানমন্ত্রীর এই উচ্চারণে।

পাঠকের মতামত: