কক্সবাজার, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

টেকনাফে ইয়াবা-বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফের ছোট হাবিবপাড়া এলাকায় মো. আব্দুল্লাহ (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তার ঘরের খাটের নিচ থেকে ৯৫০ পিস ইয়াবা ও ৩০টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার আবদুল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছোট হাবিবপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।

সোমবার (১৭ জুলাই) র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার সন্ধ্যায় সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় অভিযান যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক ব্যবসায়ী আবদুল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার ঘরের খাটের নিচ থেকে ৯৫০ পিস ইয়াবা ও ৩০টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: