টেকনাফের হোয়াইক্যং নয়াপাড়া এলাকায় গ্রাম্য সালিশে আপন চাচাতো ভাই এর হাতে খুনের ঘটনা ঘটেছে।
শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে চলাচলের রাস্তা মেরামত কে কেন্দ্র করে সালিশি বৈঠকে এঘটনা ঘটে।
এসময় আব্দুর শুক্কুর (৬০) ও আব্দুস সালাম প্রকাশ আব্দু (৬৫) এর মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আব্দুর শুক্কুর আব্দুস সালামের মাথায় ইট মেরে গুরুতর জখম করে।
পরে স্বজনরা আব্দুস সালামকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতের স্ত্রী মোস্তাফা খাতুন জানান, রাস্তার বিষয়ে বিচার চালাকালীন সময়ে আব্দুর শুক্কুর (৬০) ও তার পরিবারের লোকজন অতর্কিত ইট পাটকেল মেরে তার স্বামীকে হত্যা করে।
নিহত আব্দুস সালাম প্রকাশ আব্দু (৬৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নয়া পাড়া এলাকার মৃত হোসেন আলীর পুত্র বলে জানা গেছে।
পাঠকের মতামত: