টেকনাফ উপজেলায় আমন ধান কাটা পুরোদমে শুরু হয়েছে। কৃষকেরা ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। টেকনাফ উপজেলায় অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়ে আমন ধানের চাষ হয়েছে বেশি । ফলন উৎপাদন বেশী হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে।
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ১০ হাজার ৫ শত ৪০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ২ ত মেট্রিক টন চাল। কৃষি সম্প্রসারন অধিদপ্তর বিনামূল্যে আমন চাষিদের বীজ, কীটনাশক ও প্রশিক্ষণ প্রদান করেছে।
টেকনাফ উপজেলায় আমন ধান কাটা পুরোদমে শুরু

পাঠকের মতামত: