কক্সবাজার, শনিবার, ২৭ জুলাই ২০২৪

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

৯৫ রানে ৫ উইকেট হারানোর পর শান্তর সঙ্গী হন মুশফিক। এই জুটিও সম্ভাবনা জাগিয়েছিল। মুশফিক একবার ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারলেন না।

পাথিরানার বলে করুনারত্নের তালুবন্দি হওয়ার আগে করেন ১৩ রান। ২২ বলের ইনিংসে ছিল ১টি বাউন্ডারি। পঞ্চম উইকেট জুটি ভাঙে ৩২ রানে। বাংলাদেশের স্কোর ৩৩.৫ ওভারে ৫ উইকেটে ১৩০ রান।

শান্ত অপরাজিত আছেন ৬৯* রানে।
পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে বাংলাদেশ। ৩৬ রানে নেই ৩ উইকেট! মহিশ থিকশানার করা ইনিংসের দ্বিতীয় ওভারেই এলবিডাব্লিউ হন অভিষিক্ত তানজিদ তামিম (০)। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম শেখ দীর্ঘদিন পর ওয়ানডেতে সুযোগ পেয়েও আউট হন ২৩ বলে ১৬ রানে।

পাঠকের মতামত: