নওগাঁর মান্দা উপজেলায় বাড়ি থেকে পালিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন এক প্রেমিক যুগল।
রোববার রাতে উপজেলার কাশোপাড়া ইউনিয়নের তুলসি রামপুর গ্রামে আব্দুর রহমানের ইউক্যালিপ্টাস বাগানে আত্মহত্যা করেন তারা। মৃতরা হলেন- তুলসি রামপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আরিফ হোসেন এবং হাফিজুল ইসলামের মেয়ে জনি। আরিফ হোসেন ডিগ্রিতে এবং জনি উচ্চ মাধ্যমিকে পড়ছিলেন।
SPONSORED CONTENT
স্থানীয়রা জানান, ধারণা করা হচ্ছে, বিয়ের উদ্দেশে মধ্যরাতে বাড়ি থেকে বেরিয়ে যান তারা। কোনো সিন্ধান্ত নিতে না পারায় বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্রামে আব্দুর রহমানের ইউক্যালিপ্টাস বাগানে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন তারা। মরদেহের পাশে পড়েছিল ব্যাগে পানির বোতল, খাবার ও পোশাক এবং ভোটার আইডি কার্ড। সোমবার সকালে মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।
মান্দা থানার ওসি কাজী মোজাম্মেল হক বলেন, পরিবার থেকে হয়ত তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়া হয়নি। তাই তারা আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
পাঠকের মতামত: