কক্সবাজার, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মরিচ্যা চেকপোস্টে ইয়াবা নিয়ে ধরা পড়লো মাদক পাচারকারী: সিএনজি জব্দ

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোষ্টে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ২ টায় রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি পরিচালনাধীন মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী হতে লিংকরোডগামী একটি সিএনজি আটক করা হয়।

পরে কক্সবাজার সদর ঝিলংজা খুরুলিয়া এলাকার মৃত রশিদ আহমদ এর ছেলে সিএনজি চালক বেলাল উদ্দিন (৩৭) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বক সিএনজি তল্লাশী করে সিএনজির ড্রাইভিং সীটের নিচে থেকে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় ৩০ লাখ টাকা মূল্যের ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩৫,১৫,০০০ টাকা। টাকা (বার্মিজ ইয়াবা ১০,০০০ পিস ৩০ লক্ষ টাকা, সিএনজি ১টি ৫ লাখ টাকা এবং মোবাইল ১টি ১৫ হাজার টাকার মালামাল সহ সিএনজি চালক কে আটক করা হয়।

আটককৃত আসামীকে ইয়াবা এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলা রুজুর জন্য রামু থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত: