কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

মুঠোফোনে থ্রিজি-ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ

মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। অপারেটর সূত্রে জানা গেছে, শুক্রবার (১৫ অক্টােবর) ভোর থেকে মুঠোফোনে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ রয়েছে।

গ্রামীণ ফোন থেকে জানানো হয়েছে, থ্রিজি ও ফোরজি সেবা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রামীণ ফোন কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এদিকে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়েছে। আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত: