কক্সবাজার, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল

দ্বিতীয়বারের মতো রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে এসেছেন মিয়ানমারের প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশের পক্ষে তাদের স্বাগত জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯টা ১৫ মিনিটে নাফনদী হয়ে বাংলাদেশের টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাটে পৌঁছান তারা। পরে সেখান থেকে টেকনাফ কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে যান প্রতিনিধিদল।

জানা গেছে, মিয়ানমারের প্রতিনিধি দলে রয়েছেন ১৪ জন। রোহিঙ্গাদের সঙ্গে তারা কেরুনতলী প্রত্যাবাসন ঘাটে দু’দিন কথা বলবেন। শুক্রবার (২৬ মে) বিকেলে তাদের মিয়ানমার ফেরত যাওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে বেশ কিছু রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে কেরুনতলী ঘাটে।

উল্লেখ্য, গত ১৫ মার্চ প্রত্যাবাসন ইস্যুতে চার শতাধিক রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাই করার জন্য এসেছিল।

পাঠকের মতামত: