কক্সবাজার, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

সত্যেন সেনের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ

সংবাদ বিজ্ঞপ্তি:

শিল্পী-সংগ্রামী-সাহিত্যিক-সাংবাদিক-কৃষক নেতা সত্যেন সেনের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সত্যেন সেন শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ ।

শুক্রবার বিকেলে সত্যেন সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই সত্যেন সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক সঞ্চালনায় আয়োজিত অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খুরশেদ আলম।

সভায় বক্তাারা বলেন, ১৯০৭ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করা সত্যেন সেন আজীবন সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষে কথা বলেছেন। ছাত্রজীবন থেকেই নানা ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। এছাড়াও, কৃষক আন্দোলনেরও অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন সত্যেন সেন।

এসময় উপস্থিত ছিলেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও আবৃত্তি প্রশিক্ষক সায়ন্তন ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ স্বরুপ চক্রবর্তী , প্রচার ও প্রকাশনা সম্পাদক বাঁধন সরকার, সদস্য প্রিয়া ধর, নিত্য বিভাগের প্রশিক্ষক হারুনুর রশিদ লিটনসহ শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

পাঠকের মতামত: