কক্সবাজার, মঙ্গলবার, ২১ মে ২০২৪

একদিনেই ১১শ’র বেশি করোনা রোগী শনাক্ত, হার ১৩ ছাড়ালো

গত দুইদিনে করোনায় দুইজনের মৃত্যু হওয়ার পর আজও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হার ১৩ দশমিক ৩০ শতাংশ। গতদিন এ সংখ্যাটি ছিলো ১১ দশমিক ০৩।

এছাড়া আজ করোনায় আক্রান্তের পরিমাণও গতদিনের তুলনায় বেড়েছে। গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলেন ৮৭৪ জন। আজ আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৩৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে যতো লোক করোনায় আক্রান্ত হয়েছেন তার থেকে কম লোক সুস্থ হয়েছেন। গেলো ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা) করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায়ও এ সংখ্যা ছিলো এক।

বুধবার (২২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় দেশে মোট ৮ হাজার ৫৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৯ হাজার ২০৯ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।
সরকারি হিসাবে করোনার সংক্রমণে মোট ২৯ হাজার ১৩৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১২২ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ১৯ লাখ ৬ হাজার ১০৫ জন। শনাক্ত বিবেচনায় দেশে মোট সুস্থতার হার ৯৭ দশমিক ২৯ শতাংশ।
আরও পড়ুন: আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৯৫০, আহত ছয়শ’
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪৩ হাজার ৯২৪ জনের। সুস্থ হয়েছেন ৫২ কোটি ১৮ লাখ ৪৯ হাজার ৭৮৯ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৪ কোটি ৫৮ লাখ ৭৪ হাজার ২৮১ জন।

পাঠকের মতামত: