কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

টেকনাফে ‘বিকাশ-নগদ এজেন্ট’ হত্যা, মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ায় বিকাশ-নগদ এজেন্ট আবদুর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (১৯ অক্টোবর) ভোরে টেকনাফের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

গ্রেফতারকৃত শওকত আলম (৩৮) টেকনাফের সাবরাং ইউনিয়নের নয়াপড়ার মৃত আলীন আকবরের ছেলে এবং হত্যা মামলাটিতে তিনি এজাহারভুক্ত ৭ নম্বর আসামি।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকালে টেকনাফের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাজারের পাশে মাটিতে পড়ে থাকা আবদুর রহমানের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। আবদুর রহমান টেকনাফ উপজেলার

সাবরাং ইউনিয়নের নয়াপাড়া পুরানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ ইয়াসিনের ছেলে এবং বিকাশ এজেন্ট ও নগদের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই আবদুস শুক্কুর (২৮) বাদি হয়ে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব গোয়েন্দো নজরদারি ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার আসামি শওকত আলমকে গ্রেফতার করে। তাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত: