কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, আহত ৪

টেকনাফ প্রতিনিধি :: কক্সবাজারের টেকনাফে পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। পাহাড়ে অবস্থানকারী পক্ষের গুলিতে রোহিঙ্গা ক্যাম্পের ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।

২১ আগস্ট (শুক্রবার) দুপুর থেকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২২ নং রইক্ষ্যং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ে সক্রিয় থাকা সশস্ত্র দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি শুরু হয়। পাহাড়ে অবস্থানকারী গ্রুপের এলোপাতাড়ি গুলিবর্ষণে সি-ব্লকের নুর হোসেন (৩৫), আব্দু শুক্কুর (১৮), সি-১ এর ওমর ফারুক (১২), বি-২ এর ওসমান (১৭) গুলিতে আহত হয়। আহতদের ক্যাম্পের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।

নিরাপত্তা বাহিনী ফিরে যাওয়ার পর পরই আবারও উভয়পক্ষের লোকজন থেমে থেমে গুলিবর্ষণ করতে থাকে। রাত সাড়ে ৭টার পর পরিস্থিতি শান্ত হলেও উভয়পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে ক্যাম্প পুলিশ ফাঁড়ির টুআইসি (এপিবিএন) এএসআই মাহমুদুর রহমান সুমন, বিস্তারিত কিছু জানাতে না পারলেও ঘটনার সত্যতা স্বীকার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা জানায়, আল ইয়াকিনের অপকর্মের কারণে মিয়ানমার থেকে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে হয়েছে। এখানে তারা ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ে সশস্ত্র অবস্থান নিয়ে ক্যাম্প নিয়ন্ত্রণের পাশাপাশি ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করছে। পাহাড়ে অবস্থানকারী গ্রুপ ক্যাম্পে এসে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে ক্যাম্পের লোকজন বাধা দেওয়ায় গোলাগুলির সূত্রপাত বলে জানা গেছে।

পাঠকের মতামত: