কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টেকনাফে লকডাউন না মানায় দুই দিনে ১৫ হাজার ৭শ টাকা জরিমানা

মোঃ শেখ রাসেল, টেকনাফ::

কক্সবাজার টেকনাফে সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে আজ ও কাল উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান না মানার দায়ে জরিমানা করা হয়েছে।

গতকাল ও আজ ১৭ই (এপ্রিল)দুদিনে ৩০ জনকে ৩০টি মামলায় ১৫হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। অভিযানে অভিযান পরিচালনা করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী ও টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুহাঃ আবুল মনসুর।

এসময় বলেন, সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে এই জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তাঁরা। অভিযান চলাকালীন টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর ট্রাফিক ফারুক আল মামুন ভুইয়া, মডেল থানা পুলিশের টীম, সিপিপিতে কর্মরত কর্মীগণ ও বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: