কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য সচল

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের কারনে দুই দিন বন্ধ থাকার পর সচল হলো টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য। সীমান্ত বাণিজ্যের আওতায় বুধবার মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে এসেছে পণ্যবাহী দুটি ট্রলার। টেকনাফ স্থলবন্দর শুল্ক কর্মকর্তা গৌরাঙ্গ ভট্টাচার্য জানান, মিয়ানমারে জরুরি অবস্থা জারির পর গত দুই দিন মিয়ানমার থেকে পণ্যবাহী কোনো ট্রলার টেকনাফ বন্দরে না আসায় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ কাজ করছিল। বুধবার শুঁটকি ও আচারবোঝাই দুটি ট্রলার বন্দরে ভিড়েছে। এছাড়া বন্দরের আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বুধবার বন্দরে আসা দুটি ট্রলারে প্রায় দেড়শ’ টন শুঁটকি ও আচার রয়েছে বলে টেকনাফ স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিন চৌধুরী টেকনাফ নিউজকে জানান।

পাঠকের মতামত: