কক্সবাজার, রোববার, ২৮ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে কিশোর খুন

মোবাইল ব্যবহার নিয়ে তর্কের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। কক্সবাজারের উখিয়ার পালংখালীর বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভেতর বুধবার ভোররাতে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হলেও এখনো ছোট ভাইকে গ্রেফতার করা যায়নি।

নিহত বড় ভাই নুর হোসেন (১৮) উখিয়ার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা এলাকার ফরিদুল আলমের ছেলে। ক্যাম্প এরিয়ার ভেতরই তাদের আদিবাড়ি হওয়ায় তারা ক্যাম্প-১৩-এর ডি ব্লক এলাকায় বাস করেন। সেখানেই এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

বুধবার সন্ধ্যায় নিহতের বাবা বাদী হয়ে ছুরিকাঘাতকারী তার কিশোর ছোট ছেলের (১৫) বিরুদ্ধে উখিয়া থানায় ভাই হত্যার মামলা করেন (মামলা নং-৮/২০২৩)। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এ তথ্য জানিয়েছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মোবাইল ব্যবহার নিয়ে কথা কাটাকাটির জেরে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ছোট ভাই বড় ভাই নুর হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নুর হোসেনের মৃত্যু হয়। বুধবার দুপুরে নুর হোসেনের মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করে বিকালেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে ছুরিকাঘাতকারী ছোট ভাই গা ঢাকা দিয়ে আছে। খুনি ছোট ভাইকে ধরতে পুলিশ প্রচেষ্টা চালাচ্ছে।

পাঠকের মতামত: