কক্সবাজার, রোববার, ১৯ মে ২০২৪

টেকনাফ সীমান্তের ওপারে আবারো গোলাগুলি প বিস্ফোরণের শব্দ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের টেকনাফ সীমান্তে মিয়ানমার অংশে আবারো গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। মাঝে মাঝে ওপারে ধোয়াও দেখতে পা‌চ্ছেন ব‌লে জানান দে‌শের সীমান্ত এলাকায় বসবাসকারীরা।

শনিবার (২ মার্চ) টেকনাফের হোয়াইক্যংয় ও হ্নীলা এলাকার বাসিন্দারা জানান, সকালে তারা একাধিকবার গোলা ও বিস্ফোরণের শব্দ শুনতে পে‌য়ে‌ছেন। শুক্রবার বিকেলেও বিষ্ফোরনের শব্দে আতংকিত ছিলেন সীমান্ত পাড়ের এসব মানুষ।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, সকাল থেকে গোলাগুলির শব্দ শু‌নে‌ছেন তিনি। গোলাগুলির সাথে আগুনের কালো ধোঁয়াও ‌তিনি দেখেছেন। তবে, ওপার থেকে কোন গোলা বা মটারশেল বাংলা‌দে‌শের এপা‌শে প‌ড়ে‌নি ব‌লেও জানান তি‌নি।

এদি‌কে বেলা বাড়ার সাথে সাথে গোলাগুলির শব্দ থেমে গেলেও আতংক কাটেনি সীমান্তবাসীর। গত কয়েকদিন ধ‌রে সীমান্তের ওপারে মিয়ানমারের অংশে পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। জানা গেছে, মিয়ানমার যুদ্ধে আরাকান আর্মীকে ঠেকাতে হামলা চালাচ্ছে সে দেশের সরকারি বাহিনী। এতে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে রোহিঙ্গা অধ্যুষিত বেশ কিছু গ্রাম।

পাঠকের মতামত: