কক্সবাজার, বুধবার, ১ মে ২০২৪

পল্লী চিকিৎসক কে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, টেকনাফে আবারো অপহরণ আতংক!

অপহরণের হটস্পটে পরিণত হওয়া সীমান্ত উপজেলা টেকনাফে ফের সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার থেকে কর্মব্যস্ততা শেষে বাড়ি ফেরার পথে এক পল্লী চিকিৎসক কে তুলে নিয়ে যাওয়ার খবর মিলেছে।

রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

পার্শ্ববর্তী উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক জহির উদ্দিন ও অপর এক ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের বহন করা সিএনজি গতিরোধ করা হয়।

সিএনজির চালক ইলিয়াস নিশ্চিত করেছেন, ঐ দুইজন কে সাথে অজ্ঞাত স্থানে চলে যায় ২০/২৫ জনের দুর্বৃত্তের দল। এসময় তাকেও মারধর করে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, পরে তিনি সিএনজি সহ পালিয়ে হোয়াইক্যং বাজারে চলে আসেন।

বাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান টিটিএনকে জানিয়েছেন ,” শুনলাম খুদুমগুহা ও সোনালীব্যাংক নামক জায়গার মাঝামাঝি সিএনজি গতিরোধ করে দুইজন মানুষকে নিয়ে গেছে,ঘটনাটা আসলে কি আমার বোধগম্য হচ্ছেনা,আমি খবর পেয়েছি রাত ১১টায়৷”

পরিবারের পক্ষ থেকে অপহৃত জহির উদ্দিন কে অক্ষত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার ভাই স্কুল শিক্ষক ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।

পাঠকের মতামত: