কক্সবাজার, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উখিয়ায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

 

শাহেদ হোছাইন মুবিন :
‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উখিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উখিয়া প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে বর্ণাঢ্য র‌্যালি উখিয়ার প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা গেইটে এসে শেষ হয়। পরর্বতীতে কুতুপালং বাজারে অবস্থিত সংস্থার কার্যলয়ে আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি দাতা সংস্থা ইউএনএফপিএ এর অর্থায়নে উখিয়া উপজেলায় স্থানীয় ও রোহিঙ্গা লিঙ্গ বৈচিত্র্য হিজড়া জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সেবা, দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ব মানবাধিকার দিবসে স্থানীয় ও রোহিঙ্গা হিজড়ারা অংশ নেন।

আরও উপস্থিত উপস্থিত ছিলেন বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কর্মচারী কর্মকর্তাগণ।

উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। ১৯৫০ সালে এই দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা দেয়। সেই থেকে বিশ্বজুড়ে দিনটি পালিত হয়ে আসছে।

পাঠকের মতামত: