কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ১ লক্ষ পিস ইয়াবা ও সাতটি টি বিদেশী মদ উদ্ধার করেছে র্যাব-১৫ এর একটি দল।
ইয়াবাগুলো মিয়ানমার হয়ে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছে র্যাব।
অভিযানে ইয়াবা পাচার কাজে জড়িত থাকার দায়ে দুইজন ব্যক্তি ও একটি শিপিং বোট আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন মহেশখালী উপজেলার মোহাম্মদ হাসান (৪৫) ও উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল মবিনের ছেলে মোঃ হাসান (৪৫)।
শনিবার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান বলেন , ১০ দিন আগে থেকে আমাদের কাছে তথ্য ছিল ইয়াবার একটি চালান মিয়ানমার থেকে দেশে ঢুকতে পারে।
এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয় এবং শনিবার সকাল থেকে শাহপরীর দ্বীপসংলগ্ন গভীর বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে এক লাখ পিস ইয়াবা ও সাত বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অভিযানে দুই পাচারকারীকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের আইনি কার্যক্রম শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছিল।
পাঠকের মতামত: