কক্সবাজার, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

চিরতরে বন্ধু সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

চিরতরে বন্ধু সংগঠন এর সকল সদস্যদের সমন্বয়ে একতাই শক্তি, একতাই মুক্তি – আমরা একটি হাসি ফুটাতে প্রতিজ্ঞাবদ্ধ শ্লোগানে সেচ্ছাসেবী সংগঠন চিরতরে বন্ধু সংগঠন মানবিক কাজের অংশ হিসেবে শতাধিক প্লাস পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।

শুক্রবার ( ০৫ এপ্রিল ২০২৪ ইং) বিকেলে কোর্টবাজার হাকিম ট্রেড সেন্টারস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

সংগঠনটির উপদেষ্টা মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মো. রুবেল, সহ সভাপতি রফিক আহমদ,রাসেল উদ্দিন জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও তাদের এই কার্যক্রম। মানবিক এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উখিয়া উপজেলার জালিয়া পালং, রত্না পালং, রাজা পালং, হলদিয়া পালং, পালংখালি এবং রামু, খুনিয়া পালং সহ বিভিন্ন জায়গায় সংগঠনটির পক্ষ থেকে অত্যন্ত অসহায়দেরকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জানা যায়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা, মোস্তাক আহমেদ,
সহ সভাপতি, রফিক আহমদ,
সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল,
অর্থ সম্পাদক রাসেল উদ্দিন,
দপ্তর সম্পাদক শফিউল আলম,
উপ দপ্তর সম্পাদক, তাইজুল ইসলাম,
উপজেলা কমিটির সভাপতি, রাশেদুল ইসলাম সিকদার,
সাধারণ সম্পাদক, রিয়াদ,
রত্না পালং ইউনিয়ন শাখার সভাপতি তারেক সহ উক্ত ইউনিয়নের সদস্যবন্দ,
রাজা পালং ইউনিয়ন শাখার সভাপতি সহ সংগঠন বিভিন্ন পর্যায়ের সদস্যরা।

পাঠকের মতামত: