কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

কাল পূর্ণ সূর্যগ্রহণ

আগামীকাল (১৪ ডিসেম্বর) পূর্ণ সূর্য গ্রহণ ঘটবে। গ্রহণটি সোমবার বাংলাদেশ সময় ৭টা ৩৪ মিনিটে শুরু হয়ে ১৫ ডিসেম্বর রাত ১২টা ৫৩ মিনিটে শেষ হবে। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে দেখা না গেলেও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যাবে সূর্যগ্রহণটি। দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চল থেকে এটি দেখা যাবে। একইসঙ্গে চিলি, আর্জেন্টিনার বিভিন্ন অঞ্চল থেকে দুপুরের পর সূর্যগ্রহণ দেখা যাবে।

পাঠকের মতামত: