কক্সবাজার, সোমবার, ৬ মে ২০২৪

টেকনাফে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজারের টেকনাফে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা বসত-ঘরে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভা এলাকার উত্তর ডেইল পাড়ার গরু বাজারের পূর্বে মেরিন ড্রাইভের পশ্চিমে জনৈক কালামের বসত-ঘরে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উত্তর ডেইল পাড়ার মৃত নজির আহমদের ছেলে আবুল কালাম (৫৫) এবং কালামের স্ত্রী আনোয়ারা খাতুনকে (৫০) একটি ব্যাগসহ আটক করতে সক্ষম হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে ৪ হাজার ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারি দম্পতির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুুর পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: