কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

টেকনাফে সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে ৩ হাজার টাকা জরিমানা

মোঃ শেখ রাসেল, টেকনাফ::

মহামারী করোনাভাইরাস নিয়ন্ত্রণে সারাদেশে বৃহস্পতিবার (১লা জুলাই) সকাল ৬টা থেকে শুরু হয়েছে লকডাউন। এই লকডাউন চলবে আগামী( ৭ই জুলা) মধ্যরাত পর্যন্ত। লকডাউন বাস্তবায়নে পুলিশ, বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্রেটও কাজ করছে

শনিবার(৩ই জুলাই) টেকনাফ উপজেলা লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে জরিমানা করা হয়েছে। এ সময় হ্নীলা বিসমিল্লাহ হোটল এক মামলায় ৩০০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবুল মনসুর।এই সময় তিনি বলেন, লকডাউন বাস্তবায়নে উপজেলার বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান, সরকারি নিষেধাজ্ঞা ও বিধিবিধান প্রতিপালনে এই জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তারা জানান। অভিযান টেকনাফ মডেল থানা পুলিশের টীম সহ,গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: