কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৮ সেপ্টেম্বর

স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের এমএ, এমএসএস, এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে।

সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

অন্য আরেকটি বিবৃতিতে ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে।

পাঠকের মতামত: