কক্সবাজার, মঙ্গলবার, ৭ মে ২০২৪

করোনা: নির্জন সৈকতে মারা পড়ছে ডলফিন

নির্জন সৈকতে মারা পড়ছে ডলফিন। স্বাভাবিকভাবে নয়, অনেকটা জেলেদের কারণে সামুদ্রিক এই স্তন্যপায়ী প্রাণী বিপদের মুখে পতিত হচ্ছে।

গত দুই দিনে টেকনাফ সাগর উপকূলে ভেসে আসে দুইটি বিশাল আকৃতির মরা ডলফিন। হঠাৎ কেন ডলফিন মরছে তা কারো কাছে অজানা।

অথচ কয়েকদিন আগেও কক্সবাজার সমুদ্র সৈকতে বিরল ডলফিন দল বেঁধে খেলা করতে দেখা গেছে।

স্থানীয়রা জানিয়েছে, খাবার সংগ্রহের জন্য মাছের পালের পেছনে থাকে ডলফিন। জেলেরাও বিষয়টা জানে। মাছ ধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে। এসময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।

আজ শনিবার বিকেলে কক্সবাজারের টেকনাফের শাপলাপুর সৈকতেও একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।ধারণা করা হচ্ছে, জালে আটকে পড়ে ডলফিনটি মারা গেছে।

পাঠকের মতামত: