কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে ত্রাণের দাবিতে বিক্ষুব্ধ মানুষের সড়ক অবরোধ

নগরীতে ত্রাণের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করছে অসহায় মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে নগরীর আকবর শাহ থানার কাট্টলী এলাকায় সড়ক অবরোধ করে রাখে হাজার হাজার মানুষ। তারা ত্রাণের দাবিতে মিছিল ও সমাবেশ করছে ।

তাদের অভিযোগ তাদের সরকারিভাবে কোন খাবার দেওয়া হচ্ছে না । বিভিন্ন এলাকায় কাউন্সিলরেরা ত্রাণ দিলেও তাদের এলাকায় এখনও কিছু দেওয়া হয় নি ।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ইনকিলাবকে বলেন, সকাল প্রায় দেড় হাজার মানুষ রাস্তায় নেমে আসে । তারা ত্রাণের দাবিতে মিছিল করছে। তাদের অভিযোগ তারা এখনও কোন সরকারি খাদ্য সহায়তা পাননি ।
রাস্তায় নেমে বিক্ষোভকারীরা সিটি কর্পোরেশনের ৯ও১০ নম্বর ওয়ার্ড এলাকার দরিদ্র মানুষ।
তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এর আগেও বুধবার নগরীর বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের দু’টি স্পটে বিক্ষোভ হয়েছে। একই দিন নগরীর বড়পুলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বস্তির শত শত মানুষ

পাঠকের মতামত: