কক্সবাজার, বুধবার, ১ মে ২০২৪

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, রোহিঙ্গাসহ আটক ৯

মৌলভীবাজারের জুড়ী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে আট রোহিঙ্গা ও এক বাংলাদেশি নাগরকিকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- মো. ইসমাইল, সিনুয়ারা, মো. তোসিম, আমিরা, মো. সায়েদ, নুর কামাল, তাহারা বিবি এবং সোহিদা বিবি। তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন। তাদের সঙ্গে আটক হওয়া বাংলাদেশির নাম মো. রায়হান।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার পূর্ব কচুরগুল এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

স্থানীয়রা জানান, ভোরে নালাপুঞ্জি সীমান্ত এলাকায় অপরিচিত কয়েকজনের আনাগোনা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এ সময় তাদের দিকে এগিয়ে গেলে তারা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে আটকে রেখে ইউনিয়নের চেয়ারম্যানকে খবর দেন। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জুড়ী থানার পুলিশ পরিদর্শক আব্দুল মান্নান বলেন, ভারতে প্রবেশের চেষ্টারত ৮ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: