কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আবু সিদ্দিক ওসমানীর শারীরিক অবস্থা উন্নতির পথে

ইমাম খাইর, কক্সবাজার::

উখিয়ায় ইউএনএইচসিআর পরিচালিত সারি আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে চিকিৎসাধীন সিবিএন-এর সিনিয়র প্রতিবেদক, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর শারীরিক অবস্থা উন্নতির পথে।

তিনি অনেকটা সুস্থতা অনুভব করছেন। স্বাভাবিক খাওয়া দাওয়া করতে পারছেন। ঠিকমতো চিকিৎসাসেবা চলছে।

বুধবার (১ জুলাই) সকালে এই খবর জানিয়েছেন এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর চাচতো ভাই ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী।

তিনি জানান, অক্সিজেন মাত্রা ৯০-তে নেমে আসায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে চিকিৎসকের পরামর্শে সোমবার (২৯ জুন) বিকালে উখিয়া আইসোলেশন সেন্টারে নেয়া হয়।

গত দুই দিনের চেয়ে তিনি অনেকটা শারীরিকভাবে সুস্থতা অনুভব করছেন। সুস্থতার জন্য সবার নিকট তিনি দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ জুন এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও তার স্ত্রী তসলিমা আক্তারসহ পরিবারের ৮ সদস্যের করোনা শনাক্ত হন।

বড় মেয়ে তানজিম ওসমানী ও একমাত্র বোন ‍দিলরুবা ওসমানী একই আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন।

ভগ্নিপতি জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নান করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

স্ট্রোক আক্রান্ত মা উম্মে হাবিবাও জেলা সদর হাসপাতালের আইসিইউতে। এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এবিসি ঘোনার (চেয়ারম্যান বাড়ি) বাসিন্দা।

পাঠকের মতামত: