কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

আল্লামা শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হলো

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী বড় মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে রাজধানী ঢাকায় নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে আজগর আলী মেডিক্যাল হাসপাতালে শফীর চিকিৎসা করানো হচ্ছে।

চট্টগ্রাম হেফাজতে ইসলাম নেতারা জানান, শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় উন্নত চিকিৎসার জন্য হুজুরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। হুজুরকে আজগর আলী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হবে।

এর আগে অসুস্থবোধ করলে গত শনিবার নগরীর সিএসসিআর হাসপাতালে আল্লামা শফীকে ভর্তি করানো হয়। সেখানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে ছিলেন তিনি।
পরে চিকিৎসকের পরামর্শে আল্লামা শফীর শারীরিক বিভিন্ন পরীক্ষা করা হয়। শারীরিক অবস্থারও উন্নতি হয়। কিন্তু আরও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

পাঠকের মতামত: