কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

ইতালিতে একদিনে ৮১২ জনের মৃত্যু, মোট ১১৫৯১ জন

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯১ জন।

এছাড়া গত একদিনে ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৫০ জন। এ নিয়ে দেশটিতে করোনা পজিটিভ হলেন ১ লাখ এক হাজার ৭৩৯ জন। আক্রান্তদের মধ্যে অবশ্য ১৪ হাজার ৬২০ জন সুস্থ হয়েছেন। তবে প্রায় ৩৯৮১ জন করোনা আক্রান্ত রোগীর অবস্থা আশঙ্কাজনক।

মহামারি করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। তবে প্রায় দেড় লাখ করোনা রোগী নিয়ে আক্রান্তের দিক থেকে সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিন কয়েক হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরেক মৃত্যুপুরী স্পেনেও ৮১২ জনের মৃত্যু হয়েছে। সেখানে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৩৪০ জন মারা গেছেন।

ইরানের করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৫৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা ৪১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে।

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করোনাভাইরাসে আরও ৩৬৩ জনের প্রাণহানি ঘটেছে। দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে এক লাখ ৪৩ হাজার ৪৯১ জন।

পাঠকের মতামত: