কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে ৪৬ জনের মৃত্যু, আহত ৭০০

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪৬ জন নিহত ও সাত শ জন আহত হয়েছেন। খবর এএফপির।

দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, রাজধানী জাকার্তা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পশ্চিম জাভার সিয়াঞ্জুরে ছিল ভূমিকম্পটির উপকেন্দ্র। ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বিএমকেজি।

দেশটির একজন প্রশাসনিক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একটি হাসপাতাল থেকেই ২০ জন নিহতের খবর পাওয়া গেছে। হাসপাতালটিতে আরও অন্তত তিন শ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওই কর্মকর্তা বলেন, ভূমিকম্পে ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে বেশিরভাগেরই হাত-পা ভেঙে গেছে।

পাঠকের মতামত: