কক্সবাজার, শনিবার, ৪ মে ২০২৪

উখিয়ার ক্যাম্পে ৮ হাজার এ্যামফিটামিন ট্যাবলেটসহ রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ইয়াবা সদৃশ এ্যামফিটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রোহিঙ্গা দুষ্কৃতকারী শফি আলম (২১) ক্যাম্প ১৮ এর এ/৬২ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।

বুধবার (১৩ জুলাই) ১৪-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর এ/৭ ব্লকে রাত ৩ টার দিকে সাব মাঝি সাবেরের দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার এ্যামফিটামিনসহ রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: