কক্সবাজার, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

এবার করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, বুধবার (৪ মে) পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ব্লিঙ্কেন করোনার টিকা ও পরে বুস্টার ডোজ নিয়েছেন। বর্তমানে তার শরীরে হালকা উপসর্গ রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে আইসোলেশনে থেকে ভার্চুয়ালি কাজ করছেন তিনি।

এর আগে শনিবার ব্লিঙ্কেনসহ হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা একসঙ্গে রাতের খাবারে যোগ দেন। যেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। তবে বাইডেন করোনা নেগেটিভ বলে জানায় হোয়াইট হাউজ।

চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮ শতাংশ আমেরিকান কোভিডে আক্রান্ত হয়েছে। ২৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) প্রকাশিত অ্যান্টিবডি জরিপে এ কথা বলা হয়েছে।

পাঠকের মতামত: