কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারে উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট পালনে নিষেধাজ্ঞা

আর একদিন পরই ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিচ্ছে ২০২২ সাল। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে তাই বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে বেড়াতে এসেছেন হাজারো পর্যটক। তাদের মধ্যে একটি বড় একটি অংশের লক্ষ্য  ‘থার্টি ফার্স্ট নাইট’ পালন করা। কিন্তু কক্সবাজার জেলা প্রশাসন সরাসরি জানিয়ে দিয়েছে উন্মুক্ত জায়গায় কোনো ব্যান্ড, নাচ-গান কিংবা গণজমায়েত করে হৈ-হুল্লোড় করা যাবে না।

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান।

আবু সুফিয়ান বলেন, ‘সরকারি নির্দেশনা মতে সৈকতের উন্মুক্ত স্থানে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কনসার্ট, গান বাজনা করা যাবে না। ৩১ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে হৈ-হুল্লোড় নিষিদ্ধ থাকবে। তবে হোটেল কর্তৃপক্ষ চাইলে অতিথিদের জন্য নববর্ষ উদযাপনের আয়োজন করতে পারে। তবে এক্ষেত্রে কোনো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বা মিডিয়া যুক্ত থাকলে অবশ্যই প্রশাসন থেকে অনুমতি নিতে হবে।’

এদিকে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে প্রশাসনের নিষেধাজ্ঞায় হতাশার কথা জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৈকতে আসা পর্যটকেরা।

ঢাকা থেকে আসা পর্যটক সাইমুম শাহীন বলেন, ‘বিশ্বের দীর্ঘতম সৈকতে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে নিষেধাজ্ঞার বিষয়টি দুঃখজনক। নিরাপত্তা জোরদার রেখে অনুমতি দেয়া উচিত ছিল।’

কুমিল্লা থেকে আসা পর্যটক আহাদ-ঝুমুর দম্পতি বলেন, ‘সৈকতে ২০২২ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করবো আশা নিয়ে সৈকতে এসেছি। কিন্তু এখনে আসার পর জানতে পারলাম সৈকতে কোনো নাচ-গান কিংবা কনসার্টের আসর হবে না। একটু খারাপ লাগছে।’

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে প্রতিবছর কক্সবাজার সৈকতে পর্যটকসহ স্থানীয়দের সমাগম ঘটে। এবারও ২ লাখ পর্যটক কক্সবাজারে অবস্থানের সম্ভাবনা রয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, ‘১২০ কিলোমিটারের দীর্ঘতম সৈকতের কোথাও কনসার্ট, নাচগান বা আতশবাজির আয়োজন করা যাবে না। স্বাভাবিক অবস্থায় বালুচরে দাঁড়িয়ে সূর্যাস্তসহ সমুদ্র উপভোগ করা যাবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সবসময় কাজ করে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশ।’

পাঠকের মতামত: