কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

রামুতে বিষপানে গৃহবধূর মৃত্যু

কক্সবাজারের রামু দক্ষিণ মিঠাছড়ির জ্বীনের ঘোনা এলাকায় বিষপানে আরেফা আক্তার (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের পরিবারের দাবি, শ্বশুর বাড়ির লোকজন নির্যাতনের পর আরেফাকে বিষপান করিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক আলমগীর হোসেন।

নিহত আরেফা আক্তার একই এলাকার নাছির উদ্দিনের স্ত্রী।

নাছির উদ্দিন বলেন, ‘শনিবার (১৪ মে) ধানের আঁটি থেকে মুরগী ধান খাওয়ায় আমার বড় ভাই শাহাব উদ্দিন আরেফাকে বকাবকি করেন। এতে আমার স্ত্রী প্রতিবাদ করায় তিনি তাকে মারধরও করেন। তখন অভিমান করে আরেফা বিষপান করে। পরে তাকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয় হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সেখানেই আরেফা মারা যায়।’

নিহতের বড় ভাই খোরশেদ আলম বলেন, ‘আমার বোনকে শ্বশুড়বাড়ির লোকজন নির্যাতন করে মেরে ফেলেছে। আরেফাকে মারধরের সময় সে ফোন করে আমাদের বলে তাকে মারধরের পর বিষ খাইয়ে দিয়েছে। এ ব্যাপারে আমরা আইনের শরণাপন্ন হবো।’

কক্সবাজার থানার পরিদর্শক আলমগীর হোসেন জানান, ‘দুই পরিবারের দাবি ভিন্ন। ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে ঘটনার কারণ বলা যাচ্ছে না। এ ব্যাপারে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পাঠকের মতামত: