কক্সবাজার, শুক্রবার, ৩ মে ২০২৪

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা পিতা-পুত্র দণ্ডিত

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা পিতা-পুত্রকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার বিকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।

দণ্ডিতরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর ১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের ডি-৩ ব্লকের বাসিন্দা কলিম উল্লাহ (৪১) এবং তার ছেলে কেফায়েত উল্লাহ (১৯)।

মামলার বরাতে পিপি বলেন, ২০২১ সালের ৫ অগাস্ট সন্ধ্যায় ইয়াবার বড় একটি চালান মজুদের গোপন খবর পেয়ে র‍্যাব-১৫ থাইংখালীতে অভিযান চালায়। সেই সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে র‌্যাব।

“আটকদের দেওয়া তথ্য মতে কলিম উল্লাহর ঘরের মাটির মেঝে খুঁড়ে ২ লাখ ৬৮ হাজার ইয়াবা পাওয়া যায়।”

পিপি আরও বলেন, এ ঘটনায় ২০২১ সালের ৭ অগাস্ট র‍্যাবের হোয়াইক্যং ক্যাম্পের সদস্য মো. আলাউদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করেন।

২০২২ সালের ৭ অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। ওই বছর ১৭ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসামিদের বিচার শুরু হয়।

রায়ে মামলার প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে বলে জানান রাষ্ট্র পক্ষের এই আইনজীবী।

পাঠকের মতামত: