কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কক্সবাজারে ৩৯৫ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি

৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা মূল্যমানের মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কক্সবাজার অঞ্চল। শুক্রবার এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মাদকের বিরুদ্ধে বিজিবির অভিযানিক কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এরপর বিজিবির কক্সবাজার অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজম-উস-সাকিব স্বাগত বক্তব্য দেন।

এর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন এবং মাদকদ্রব্য ধ্বংস করার কার্যক্রম উদ্বোধন করেন।

এদিন বিজিবি গত এক বছরে উদ্ধার করা ৯০ লাখ ৮০ হাজার ৪৭৭ পিস ইয়াবা, ২৩.৭৫২ কেজি ক্রিস্টাল মেথ আইস, ছয় হাজার ৭৬৭ ক্যান বিয়ার, এক হাজার ৩৩৯ বোতল মদ, ১৫৪ বোতল ফেনসিডিল, ২০৬ লিটার বাংলা মদ, ১৭ কেজি গাঁজা, ৪৮ হাজার ১৯ পিস বিভিন্ন প্রকার ট্যাবলেট, ১০ হাজার ৯৮৪ প্যাকেট সিগারেট এবং ৭ বোতল অ্যামোনিয়াম সালফার ধ্বংস করেছে। এসব মাদকের আনুমানিক মূল্য ৩৯৫ কোটি ৭৬ লাখ ৪৭ হাজার ৫৭৫ টাকা।

এ ছাড়াও বিভিন্ন সময়ে আটক করা এক হাজার ৯৭৯ জন আসামিসহ বিপুল পরিমাণে মাদক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: