কক্সবাজার, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

কমলাপুর রেলস্টেশনে আজও উপচে পড়া ভিড়

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিতে দ্বিতীয় দিনেও টিকিট পেতে ভিড় রয়েছে কমলাপুর রেলস্টেশনে। ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। আবার অনেকে রাত থেকেই দাঁড়িয়েছেন।

গতকাল শনিবার সকাল ৮টায় কমলাপুর, বিমানবন্দর, তেজগাঁও ও ক্যান্টনমেন্ট স্টেশন থেকে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়।টিকেট বিক্রি শুরুর ১৫ মিনিট পরেই কয়েকটি গন্তব্যের এসি চেয়ারের টিকেট শেষ হয়ে যায়।

গতকাল সকালে কমলাপুর স্টেশনে টিকেটের জন্য যাত্রীদের উপচে পড়া ভিড় শুরু হয়। স্টেশনের ১৬টি কাউন্টারের সামনেই দীর্ঘ লাইন। নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কাউন্টার খোলা হয়েছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর এদিন কারো ভাগ্যে টিকিট জোটে। আবার যারা টিকিট পাননি তারা রোববার (২৪ এপ্রিল) এসে লাইনে দাঁড়িয়েছেন।

আজও টিকিট পাবে কিনা এমন অনিশ্চয়তায় রয়েছেন যাত্রীরা। টিকিট পেতে ভোগান্তির অভিযোগ রয়েছে প্রায় প্রত্যেকেরই। টিকিট পাওয়াটাই এখন কঠিন ব্যাপার এমন ক্ষোভ প্রকাশ করেন অনেকে।

আজ দেয়া হচ্ছে ২৮ এপ্রিলের টিকিট। ২৫ এপ্রিল দেয়া হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল দেয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং ২৭ এপ্রিলে দেয়া হবে ১ মে’র টিকিট।

পাঠকের মতামত: