কক্সবাজার, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

কুশাল মেন্ডিস এভারকেয়ার হাসপাতালে

মিরপুর টেস্টের প্রথম দিনে মাঠে বাংলাদেশ ও শ্রীলংকা। দারুণ বোলিংয়ে স্বাগতিকদের অর্ধেক ব্যাটারের উইকেট মাত্র ২৪ রানেই শিকার করেছেন লংকান বোলাররা।

তবে শক্ত প্রতিরোধ গড়ে দলকে খাদের কিনারা থেকে টেনে নিয়ে এগিয়ে যাচ্ছেন মুশফিক-লিটন। আর এরই মধ্যে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা।

ঢাকা টেস্টের প্রথম সেশনের প্রায় শেষের দিকের ঘটনা। প্রথম সেশনের শেষ ওভারের ঘটনা। প্রথম বলটি করে দ্বিতীয় বলের প্রস্তুতি নিচ্ছিলেন পেসার কাসুন রাজিথা। কিন্তু দ্বিতীয় স্লিপে দাঁড়ানো ফিল্ডার কুশাল মেন্ডিস হুট করেই বসে পড়েন মাঠে। বুক ধরে অস্বস্তি অনুভব করতে থাকেন তিনি। পরে মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। তার বদলি হিসেবে অন্য ফিল্ডার নামানো হয়।

জানা গেছে, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে কুশাল মেন্ডিসকে। সেখানে তাকে পর্যবেক্ষন করা হচ্ছে। শ্রীলঙ্কা দলের সঙ্গে থাকা ডাক্তার মঞ্জুর চৌধুরী জানিয়েছেন, হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে কুশালকে। বাকি আপডেট পরে জানানো হবে।

এর আগে চট্টগ্রাম টেস্টে বিশ্ব ফার্নান্দো ছিটকে গিয়েছিলেন মাথায় আঘাত পেয়ে। তার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন রাজিথা।

পাঠকের মতামত: