কক্সবাজার, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চকরিয়ায় যাত্রীবাহী বাসে ইয়াবাসহ চালক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৬০০ পিস ইয়াবাসহ বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌরশহরের চিরিঙ্গা পুরাতন বাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বাস চালকের নাম মোস্তাফিজুর রহমান (৪৬)। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার পাড়ার আবদুল আজিজের ছেলে।

চকরিয়া থানার এসআই মো. সারোয়ার জাহান মেহেদি বলেন, সকালে যাত্রীবাহী বাসে করে ইয়াবা পাচার হচ্ছে এমন খবর পেয়ে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গা পুরাতন বাস স্টেশন এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা একটি বাসে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে চালকের আসনের নিচে পলিথিনে মোড়ানো ১৮ প্যাকেটে মোট ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় চালককে গ্রেফতার করলেও বাসের সুপারভাইজার ও হেলপার পালিয়ে যায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ইয়াবা পাচারে জড়িত চালককে গ্রেফতার করা হয়েছে।

যাত্রীবাহী বাসটিও জব্দ করা হয়। চালকের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সহযোগী সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত: