কক্সবাজার, শনিবার, ১১ মে ২০২৪

চকরিয়া রাখাইনদেন জলকেলি অনুষ্ঠানের মধ্যেদিয়ে বর্ষবরণ

সাইফুল ইসলাম সাইফ, চকরিয়া:

চকরিয়ার আদিবাসী রাখাইন সম্প্রদায়ের জলকেলি অনুষ্ঠানের মধ্য দিয়ে একদিনের বর্ষবরণ (সাংগ্রাই) উৎসব পালন করেছে।

বরিবার বিকেলে পৌরসভা ৬ নং ওয়ার্ড রাখাইন পল্লীতে জলকেলী উৎসব হয়।

এতে রাখাইনদেন সকল বয়সের মানুষ নানা আয়োজনের মধ্যদিয়ে আনন্দে মেতেছে।

এদিকে জলকেলিতে অংশ নেওয়া দুই তরুণ-তরুণী জানান, জলকলিতে আমরা যাকে পছন্দ করি তার গায়ে জল ছটায়।

রাখাইন সম্প্রদায় বিশ্বাস করে বর্ষবরণ উৎসব জলকেলিতে মিলিত হয়ে একজন অন্যজনকে জল ছিটিয়ে পুরনো বছরের পঙ্কিলতা মোচন করে। এমন ব্রত নিয়ে এ অঞ্চলের রাখাইন নারী,পুরুষ, আবাল,শিশুরা নতুন পোশাকে উৎসবস্থলে সমবেত হয়।

আয়োজক কমিটি অন্যতম উলা জানান,জলকেলি অনুষ্ঠান বছরে একবার হয়,যেখানে সকল ধর্মের মানুষ খেলাটি দেখতে আসে, আমরা তাদের সাধুবাদ জানায়।

অন্যদিকে চকরিয়া মগবাজার অঞ্চলের রাখাইন পাড়াটি নানা কারণে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে।

পাঠকের মতামত: