কক্সবাজার, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রামে নতুন করে আরও ৭৫ জন করোনায় আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজের ল্যাবে মোট ৪০৪ টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৭৫ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়া পুরনো ৪ জন করোনা রোগীর পুনরায় করোনা পজিটিভ এসেছে।

শনিবার (১৬ মে) রাত সোয়া ১১টায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিআইটিআইডি তে ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৩৩ টি পজিটিভ। মহানগর’সহ চট্টগ্রামে  ২৮টি পজিটিভ। মহানগর ১৯ এবং উপজেলায় ৯টি। (হাটহাজারী-৪, সীতাকুণ্ড -২, পটিয়া-৩) এবং ভিন্ন জেলায় ৫টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU) তে ৮৩ টি নমুনা পরীক্ষায় ১২টি পজিটিভ। উপজেলায় ১২জন।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ০৯টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলো নেগেটিভ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯১টি নমুনা পরীক্ষা করে ৩৮ টি পজিটিভ। মহানগর ৩৫টি, উপজেলা ৩টি।

পাঠকের মতামত: