কক্সবাজার, রোববার, ৫ মে ২০২৪

জাতিসংঘের সহকারী মহাসচিব বাংলাদেশে

চার দিনের সফরে ঢাকায় এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। শ‌নিবার (৯ সেপ্টেম্বর) তার ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস।

ইউএনডিপি জানায়, শ্রীলঙ্কান নাগ‌রিক কান্নি জাতিসংঘের সহকারী মহাসচিব ছাড়াও ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সফরকা‌লে কান্নি ভাসানচর ও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তি‌নি শরণার্থী শিবিরে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচির প্রভাব প্রত্যক্ষ কর‌বেন। এছাড়া তি‌নি পররাষ্ট্রমন্ত্রী, সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের বৈঠক করবেন।

বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

পাঠকের মতামত: